My Blog List

Tuesday, 24 September 2019

বাংলাদেশী ছেলের সাথে সুইজারল্যান্ডের মেয়ের প্রেম।

প্রেমের সুইজারল্যান্ড


প্রায় মাস কয়েক আগের ঘটনা আমি ইউনিভার্সিটির পাশাপাশি "IELTS" কোর্সে ভর্তি হলাম। একমাস ক্লাস ক
রতে না করতেই নিজের একটু ইনপ্রুভমেন্ট হলো। ভাবলাম ইংলিশ টুকটাক পারি কাজে লাগাই দেখি একটু!

 ফেসবুকে ইন্টারন্যাশনাল কয়েকটা ইংলিশ ফানি গ্রুপ সার্স করে এড হয়ে নিলাম এবং রীতিমত ফানি ও রোমান্টিক পোষ্ট করতে শুরু করলাম। অনেক ছেলে-মেয়েই কমেন্ট করতো তনমধ্যে একটা মেয়ে আমার সব পোষ্টে প্রায়শই কমেন্ট করতো আর আমিও পূর্ণাঙ্গ রিপ্লাই দিতে চেষ্টা করতাম।এভাবে কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ তার আইডিতে ডুকে দেখলাম হোম কান্ট্রি সুইজারল্যান্ড। একটু অবাক হলাম।😱

অতঃপর কমেন্টে আরও ভাব বাড়াতে লাগলাম কথা বলে। তখনও আমার সাথে তার এড ছিল না আমি ইনবক্সেও কিছু লিখতাম না। কিন্তু কমেন্টের রিপ্লাই দিতাম। সে কোন পোষ্ট করলেও সবার আগের কমেন্টটা থাকতো আমার। একদিন তাকে উদ্দেশ্য করে গ্রুপে একটা পোষ্ট করলাম,
"Are there any single girls here? If so, please comment.I will love her."
তখন সে সহ আরও কয়েকজন কমেন্ট করেছিল কিন্তু আমিতো তার কমেন্টের অপেক্ষায় ছিলাম। তার কমেন্ট দেখে আমিতো মহা খুশি 😃😃।
অধির আগ্রহে তার রিপ্লাই টা-ই শুধু  দিয়েছিলাম।
সে-ও খুশি হলো।
তাকে বুঝালাম আমার কাছে সে কতখানি ইম্পরট্যান্ট আর বাংলা কথায় যত #পাম আছে সব দিয়েছি কিন্তু এতোসব কিছু কমেন্টেই হলো।

তার পর একদিন তাকে জিজ্ঞেস করলাম আমি যদি তোমায় রিকুয়েস্ট পাঠাই একসেপ্ট করবা?
বলল, হ্যাঁ করব।

তার পর আবার জিজ্ঞেস করেছিলাম আমি যদি তোমায় ইনবক্সে টেক্সট করি আমার সাথে কথা বলবা?
সে হ্যঁ বলে সম্মতি দিলো।☺☺

এর পর থেকে দুজনের ছ্যাট শুরু।
অনেক কষ্টে তাকে একরম পটিয়ে পেলেছি কিন্তু আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াল বয়স!

সে আমার থেকে ৩বছরের সিনিয়র। তাই সে চাচ্ছে না আমার সাথে রিলেশন করতে। কিন্তু আমার লক্ষ্য ছিল তাকে পটাতেই হবে ওইখানে যেতে পারলেই হইছে😃😂।

 আমি আর কি করব আবার বাংলায় যত ভালবাসার উক্তি জানতাম সব শুনিয়ে দিলাম😁😎।

উক্তি গুলোর মোরাল এই ছিল "প্রেমের কোন বয়স নেই দুজন-দুজনকে ভালবাসাটাই হলো আসল।" পরে সে রাজি হলো।

 মজার কথা হলো এতো কিছু হলো তখন ও আমি তার পিক দেখিনি। চাইতামও না খুবএকটা।

একদিন সে আমায় জিজ্ঞেস করলো আচ্ছা আমায় তো দেখনি হয়তোবা আমি দেখতে অনেক কুৎসিত হতে পারি তখন তুমি কি আমায় ভালবাসবে?

তখন আমি,-আবার সেই বাংলা কথা!😁😃😎
"শুনো ভালবাসা হচ্ছে দুটি মনের মিলন দেহের নয়, আমি তোমার মন কে ভালবাসি দেহকে নয়।" শুনে সে বড্ড খুশি।

 তার দুইদিন পর আমাকে তার💃💃 কয়টা ছবি দিয়েছিল দেখে তো আমি পুরাই পিদা😱😱💜।
বড্ড মায়াবী আর সুন্দরী ছিল। আমার থেকে সিনিয়র তা খুব একটা আনুমান করা যায়না।

আমার পূর্বের সকল ধারণাকে সে পালটিয়ে দিয়েছে। আমি ভাবতাম ওরা হয়তো সুন্দর হতে পারে তবে আমাদের দেশের মেয়েদের মত মায়াবী হবে না। কিন্তু পরে দেখলাম আমার ধারণা-ই ভ্রান্ত।এর পর ভালোবাসা পুরো দমে শুরু হয়ে গেল।

আমাদের দেশে আর সুইজারল্যান্ডে সময়ের অনেক তফাৎ আর কত টুকু তা আমি ক্রিনশট দিয়ে তাকে টাইম দেখাতাম। পর পর আমাদেরর এখানে প্রতিদিন সকাল ১০টায় সে আমাকে সুপ্রভাত জানাত।

আমি যখনি বলতাম আমি খুব মিস করছি তোমাকে দেখতে ইচ্ছা করছে, তখনি এত্তো গুলা ছবি তুলে পাঠাইত। দেখতাম
ভালোই লাগতো।

আমার ভার্সিটির রুমমেট বন্ধু এগুলা শুনে বিশ্বাস করতে পারছিলনা। পরে আমার মোবাইল নিয়ে বন্ধু নিজেও ছ্যাট করছিল এবং পিক ছেয়েছিল একই অবস্থা কত্তো গুলা পিক পাঠাইয়া দিল। বন্ধু তাকে দেখে (ওই বন্ধুদের যা অভ্যাস)  উপরে-নিছে গরম আর ঠাণ্ডা করত পারছিল না। আর আমাকে বলতেছে,"ডেম হট ম্যান, কেমনে কি!!"😁

এর পর তার থেকে নাম্বার নিয়ে হোয়াটসআপে এড করতে গেলাম আমি অনেক চেষ্টা করছি পারি না। অবশেষে দুই বন্ধু একত্রে চেষ্টা করলাম বরাবরের মতই ব্যর্থই হলাম।

কি করব!! পরে আমি নিজেই তাকে রিকুয়েস্ট করলাম, "দেখো আমার এখনে কি যেন সমস্যা হচ্ছে নাম্বার এড করতে পারছি না তুমি একটু করে নাও না প্লিজ?"

 তখন সে নিজেই আমার নাম্বার এড করল। কল-এও একটু-আকটু কথা বলতাম। যাই হোক ইংরেজী লিখা গেলেও ওরকুম তো আর বলা যায় না😁😃😃।

সব কিছুই খুব ঠিকঠাক ছলছিল। অনেক ভালবাসা ছিল কিন্তু একদিন কি নিয়ে আমি ওর সাথে অনেক রুড ব্যবহার করেছিলাম, বলছি আর কখনো কথা বলব না তোমার সাথে। বলছি আর রিলেশন নেই আমার সাথে পরে রাগ করে আমায় ব্লক দিয়ে দিল এবং😫 আমাদের সম্পর্ক শেষ।

সর্বশেষ কথা হলো আমার সুইজারল্যান্ড যাওয়া হলো না😰

No comments:

Post a Comment

If you want you can communicate with me. Please read our post and share your site.

কোনো উল্টাপাল্টা কথা বলবা না কাদেরকে, বললেন প্রধানমন্ত্রী।

কোনো উল্টাপাল্টা কথা বলবা না, কাদেরকে প্রধানমন্ত্রী। নিউজ ডেস্ক: --------------------- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কাদের কে কেউ বা...

Popular Posts