My Blog List

Thursday, 3 October 2019

এবার ফেঁসে গেল চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় -বালিশ ২৭,৭২০ কাভার ২৮০০০টাকা । বাংলাদেশ_নিউজ

চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিছু চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেসব চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির প্রস্তাবিত ক্রয় মূল্য নির্ধারণ করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ-

নিউজ ডেস্ক:-


-----------------------------**


★ একটি সার্জিক্যাল ক্যাপ ও মাস্কের দাম প্রস্তাব করা হয়েছে ৮৪ হাজার টাকা, অথচ যার (সম্ভাব্য বাজার মূল্য ১০০-২০০ টাকা)

★ নির্ধারিত সাইজের একটি রেক্সিন ৮৪ হাজার টাকা, যার

বাজার মূল্য(৩০০-৫০০ টাকা)

★ স্টেরাইল হ্যান্ড গ্লোভস ৩৫ হাজার টাকা (২০-৫০ টাকা)

★ কটন তাওয়েল ৫ হাজার ৮৮০ টাকা (২৫০-১০০০ টাকা)

★ ৫ এমএল সাইজের টেস্টটিউব-গ্লাস মেডের মূল্য ৫৬ হাজার টাকা (১৫-৫০ টাকা)

★ থ্রিপিন ফ্লাট ও রাউন্ড প্লাগযুক্ত মাল্টিপ্লাগ উইথ এক্সটেনশন কড ৬,৩০০ টাকা (২৫০-৫০০টাকা)

★ রাবার ক্লথ ১০ হাজার টাকা (৫০০-৭০০ টাকা)

★ হোয়াইট গাউন ৪৯ হাজার টাকা (১-২ হাজার টাকা)

★ ডিসপোজাল সু কভার সাড়ে ১৭ হাজার টাকা (২০-৫০ টাকা)

★ বালিশের দাম ২৭ হাজার ৭২০ (৭৫০-২০০০ টাকা)

★ বালিশের কভার ২৮ হাজার টাকা (৫০০-১৫০০ টাকা)

নিউজপেপার অফ বাংলাদেশ 

No comments:

Post a Comment

If you want you can communicate with me. Please read our post and share your site.

কোনো উল্টাপাল্টা কথা বলবা না কাদেরকে, বললেন প্রধানমন্ত্রী।

কোনো উল্টাপাল্টা কথা বলবা না, কাদেরকে প্রধানমন্ত্রী। নিউজ ডেস্ক: --------------------- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কাদের কে কেউ বা...

Popular Posts