My Blog List

Thursday 3 October 2019

কোনো উল্টাপাল্টা কথা বলবা না কাদেরকে, বললেন প্রধানমন্ত্রী।

কোনো উল্টাপাল্টা কথা বলবা না, কাদেরকে প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক:
---------------------
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কাদের কে কেউ বাজে কথা না বলতে। আওয়ামীলীগ দলের একজন সুদায়িত্বশীল ব্যাক্তি ওবায়দুল কাদের।

বগুড়ার শিবগঞ্জে কাজ পাইয়ে দেবার নামে অর্থ আত্বসাৎঃ

বগুড়ার শিবগঞ্জে কাজ পাইয়ে দেবার নামে অর্থ আত্বসাৎঃউঃ পঃ নারী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হাসপাতাল নাটক ।। 

নিউজ ডেস্ক:-




বগুড়ার শিবগঞ্জে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেত্রী ফাইমা আক্তারের বিরুদ্ধে কাজ পাইয়ে দেবার নামে টাকা আত্বসাৎ এবং লাঞ্ছিত হয়ে হাসপাতালে ভর্তি নাটকের ঘটনায় গোটা এলাকায় প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে ।
গত বুধবার সন্ধ্যায় তাকে দফায় দফায় লাঞ্ছিত করা সহ তাকে মারপিট করার ভৌতিক  অভিযোগএবং বিভিন্ন সময়ে তার মিথ্যাচরিতামূলক  ফেসবুক টেটাসে তার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে।
 এব্যপারে খোঁজ নিয়ে জানা গেছে , এলাকায় স্থায়ী প্রকল্প কাজ পাইয়ে দেয়া সহ বয়স্ক ও বিধবা ভাতা করে দেয়ার নামে এলাকার ২০/২২জন অসহায় দরিদ্র কয়েকজন নারীর কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহন করেন  শিবগঞ্চ উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেত্রী ফাইমা আক্তার ।
স্থানীয় পুলিশ ও এলাকায় কয়েক প্রতিনিধির সাথে কথা বলে আরো জানা যায় এলাকার বেশ কয়েকজন দুঃস্থ অসহায় নারীর কাছ থেকে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড সহ স্থায়ী কাজের চাকুরী করে দেয়ার নামে বিভিন্ন জন থেকে ৭হাজার থেকে ১০ হাজার টাকা গ্রহন করেন ফাইমা আক্তার । এরপর দীর্ঘ কয়েক মাস সময় অতিবাহিত হয়ে যাবার পরেও তিনি কাল ক্ষেপনের অজুহাতে তাদের চাকুরী বা কাউকে কার্ড করে দেননি ।
ওই ঘটনা নিয়ে ভুক্তভোগিরা তার কাছে বার বার ধর্ণা দিয়েও তাদের টাকা ফেরত পাননি । তারই জের নিয়ে বুধবার বিকালে ভুক্তভোগীরা উপজেলা পরিষদের অফিসে তার কাছে টাকা ফেরত চাইতে গেলে ফাইমা তাদের সাথে অশালিন ব্যবহার করেন এবং ভয়ভীতি দেখান। টাকা ফেরত চাওয়া নিয়ে ভাইস চেয়ারম্যানের খারাপ আচরন ও হুকমী ধামকীতে ক্ষুব্ধ হয় ভুক্ত ভোগীরা । ফলে তাদের সাথে তার বাকবিতণ্ডা হয়।
এদিকে ওই দিন সন্ধ্যার পর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেত্রী ফাইমা আক্তার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বোরকা ছিঁড়ে ফেলা সহ তিনি আহত হয়েছেন  মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম পেসবুকে একটি পোষ্ট দেন। একই সাথে তিনি সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কাছে একই অভিযোগ করেন।
এব্যপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) এর সাথে কথা বলা হলে তিনি সংবাদ সংস্থা এফএনএস’কে জানান ,তিনি ভাইস চেয়ারম্যানকে মারপিটের কোন ঘটনা শোনেননি ।কাজ দেয়া ও  কার্ড করে দেয়ার নামে তিনি বিভিন্ন মহিলার কাছ থেকে ৭/৮ হাজার করে টাকা নিয়েছেন বলে তিনি জেনেছেন । ওই নারীরা টাকা ফেরতের জন্য তার অফিসে গিয়ে চড়াও হয়। তাদের সাথে বাকবিতন্ডা এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের খবর পেয়ে স্থানীয় পুলিশ সেখানে গিয়ে ভাইসচেয়ারম্যনকে নিরাপত্তা দিয়ে তাকে বাড়ীতে পাঠিয়ে দেণ। তিনি আরো বলেন তাকে মারপিট করা হয়েছে এমন কোন অভিযোগ থানায় করা হয়নি এমনটি জানান ওই পুলিশ কর্মকর্তা ।এদিকে ওই নারী ভাইস চেয়ারম্যানের এমন হাসপাতাল নাটোকে উপজেলার সর্বত্ব সাধারন মানুসের মধ্য ঘৃনা প্রকাশ পেয়েচে মর্মে জানা গেছে ।

তথ্যসূত্র- সংবাদ সংস্থা এফএনএস
লেখক:-Mrh Rafique

নিউজপেপার অব বাংলাদেশ 

এবার ফেঁসে গেল চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় -বালিশ ২৭,৭২০ কাভার ২৮০০০টাকা । বাংলাদেশ_নিউজ

চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিছু চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেসব চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির প্রস্তাবিত ক্রয় মূল্য নির্ধারণ করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ-

নিউজ ডেস্ক:-


-----------------------------**


★ একটি সার্জিক্যাল ক্যাপ ও মাস্কের দাম প্রস্তাব করা হয়েছে ৮৪ হাজার টাকা, অথচ যার (সম্ভাব্য বাজার মূল্য ১০০-২০০ টাকা)

★ নির্ধারিত সাইজের একটি রেক্সিন ৮৪ হাজার টাকা, যার

বাজার মূল্য(৩০০-৫০০ টাকা)

★ স্টেরাইল হ্যান্ড গ্লোভস ৩৫ হাজার টাকা (২০-৫০ টাকা)

★ কটন তাওয়েল ৫ হাজার ৮৮০ টাকা (২৫০-১০০০ টাকা)

★ ৫ এমএল সাইজের টেস্টটিউব-গ্লাস মেডের মূল্য ৫৬ হাজার টাকা (১৫-৫০ টাকা)

★ থ্রিপিন ফ্লাট ও রাউন্ড প্লাগযুক্ত মাল্টিপ্লাগ উইথ এক্সটেনশন কড ৬,৩০০ টাকা (২৫০-৫০০টাকা)

★ রাবার ক্লথ ১০ হাজার টাকা (৫০০-৭০০ টাকা)

★ হোয়াইট গাউন ৪৯ হাজার টাকা (১-২ হাজার টাকা)

★ ডিসপোজাল সু কভার সাড়ে ১৭ হাজার টাকা (২০-৫০ টাকা)

★ বালিশের দাম ২৭ হাজার ৭২০ (৭৫০-২০০০ টাকা)

★ বালিশের কভার ২৮ হাজার টাকা (৫০০-১৫০০ টাকা)

নিউজপেপার অফ বাংলাদেশ 

নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে পেঁয়াজের মূল্য বাড়তি রাখায় ৮ ব্যবসায়ীর অর্থদণ্ড।

সোনাইমুড়ীতে পেঁয়াজের মূল্য বাড়তি রাখায় ৮ ব্যবসায়ীর অর্থদণ্ড


নিউজ ডেস্ক:

------------------


নোয়াখালীর সোনাইমুড়ীতে পেঁয়াজের মূল্য অতিরিক্ত রাখায় ৮ ব্যবসায়ীর অর্থ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল।
বৃহস্পতিবার বিকেলে পৌরবাজারে অভিযান চালিয়ে বাজারের ইমাম ব্রাদার্সের মালিককে ৫ হাজার টাকা, মিলন ট্রেডার্সকে ২ হাজার, রাসেল ষ্টোরের ৫ হাজার, দিলিপ এন্ড ব্রাদার্স ৫ হাজার, মোহাম্মদ উল্যাহ স্টোর ১ হাজার, নজরুল স্টোর ৫ হাজার, নূর ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ইউএনও নিজে দাঁড়িয়ে থেকে ক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ কিনার ব্যবস্থা করে দেন।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকে সারা দেশের মতো সোনাইমুড়ীতেও ৯০ থেকে ১শত টাকা কেজি দরে ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করতে থাকে। বিষয়টি ইউএনও এর কানে যাওয়া মাত্রই পেঁয়াজের বাজারমূল্য নিয়ন্ত্রণে আনতে ইউএনও টিনা পাল এই অভিযান চালান।
ইউএনও টিনা পাল বলেন, যে সকল ব্যবসায়ী অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করেছে তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে। অবৈধভাবে কেউ যদি আর পেঁয়াজের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

নিউজপেপার অফ বাংলাদেশ 

Tuesday 24 September 2019

বাংলাদেশী ছেলের সাথে সুইজারল্যান্ডের মেয়ের প্রেম।

প্রেমের সুইজারল্যান্ড


প্রায় মাস কয়েক আগের ঘটনা আমি ইউনিভার্সিটির পাশাপাশি "IELTS" কোর্সে ভর্তি হলাম। একমাস ক্লাস ক
রতে না করতেই নিজের একটু ইনপ্রুভমেন্ট হলো। ভাবলাম ইংলিশ টুকটাক পারি কাজে লাগাই দেখি একটু!

 ফেসবুকে ইন্টারন্যাশনাল কয়েকটা ইংলিশ ফানি গ্রুপ সার্স করে এড হয়ে নিলাম এবং রীতিমত ফানি ও রোমান্টিক পোষ্ট করতে শুরু করলাম। অনেক ছেলে-মেয়েই কমেন্ট করতো তনমধ্যে একটা মেয়ে আমার সব পোষ্টে প্রায়শই কমেন্ট করতো আর আমিও পূর্ণাঙ্গ রিপ্লাই দিতে চেষ্টা করতাম।এভাবে কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ তার আইডিতে ডুকে দেখলাম হোম কান্ট্রি সুইজারল্যান্ড। একটু অবাক হলাম।😱

অতঃপর কমেন্টে আরও ভাব বাড়াতে লাগলাম কথা বলে। তখনও আমার সাথে তার এড ছিল না আমি ইনবক্সেও কিছু লিখতাম না। কিন্তু কমেন্টের রিপ্লাই দিতাম। সে কোন পোষ্ট করলেও সবার আগের কমেন্টটা থাকতো আমার। একদিন তাকে উদ্দেশ্য করে গ্রুপে একটা পোষ্ট করলাম,
"Are there any single girls here? If so, please comment.I will love her."
তখন সে সহ আরও কয়েকজন কমেন্ট করেছিল কিন্তু আমিতো তার কমেন্টের অপেক্ষায় ছিলাম। তার কমেন্ট দেখে আমিতো মহা খুশি 😃😃।
অধির আগ্রহে তার রিপ্লাই টা-ই শুধু  দিয়েছিলাম।
সে-ও খুশি হলো।
তাকে বুঝালাম আমার কাছে সে কতখানি ইম্পরট্যান্ট আর বাংলা কথায় যত #পাম আছে সব দিয়েছি কিন্তু এতোসব কিছু কমেন্টেই হলো।

তার পর একদিন তাকে জিজ্ঞেস করলাম আমি যদি তোমায় রিকুয়েস্ট পাঠাই একসেপ্ট করবা?
বলল, হ্যাঁ করব।

তার পর আবার জিজ্ঞেস করেছিলাম আমি যদি তোমায় ইনবক্সে টেক্সট করি আমার সাথে কথা বলবা?
সে হ্যঁ বলে সম্মতি দিলো।☺☺

এর পর থেকে দুজনের ছ্যাট শুরু।
অনেক কষ্টে তাকে একরম পটিয়ে পেলেছি কিন্তু আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াল বয়স!

সে আমার থেকে ৩বছরের সিনিয়র। তাই সে চাচ্ছে না আমার সাথে রিলেশন করতে। কিন্তু আমার লক্ষ্য ছিল তাকে পটাতেই হবে ওইখানে যেতে পারলেই হইছে😃😂।

 আমি আর কি করব আবার বাংলায় যত ভালবাসার উক্তি জানতাম সব শুনিয়ে দিলাম😁😎।

উক্তি গুলোর মোরাল এই ছিল "প্রেমের কোন বয়স নেই দুজন-দুজনকে ভালবাসাটাই হলো আসল।" পরে সে রাজি হলো।

 মজার কথা হলো এতো কিছু হলো তখন ও আমি তার পিক দেখিনি। চাইতামও না খুবএকটা।

একদিন সে আমায় জিজ্ঞেস করলো আচ্ছা আমায় তো দেখনি হয়তোবা আমি দেখতে অনেক কুৎসিত হতে পারি তখন তুমি কি আমায় ভালবাসবে?

তখন আমি,-আবার সেই বাংলা কথা!😁😃😎
"শুনো ভালবাসা হচ্ছে দুটি মনের মিলন দেহের নয়, আমি তোমার মন কে ভালবাসি দেহকে নয়।" শুনে সে বড্ড খুশি।

 তার দুইদিন পর আমাকে তার💃💃 কয়টা ছবি দিয়েছিল দেখে তো আমি পুরাই পিদা😱😱💜।
বড্ড মায়াবী আর সুন্দরী ছিল। আমার থেকে সিনিয়র তা খুব একটা আনুমান করা যায়না।

আমার পূর্বের সকল ধারণাকে সে পালটিয়ে দিয়েছে। আমি ভাবতাম ওরা হয়তো সুন্দর হতে পারে তবে আমাদের দেশের মেয়েদের মত মায়াবী হবে না। কিন্তু পরে দেখলাম আমার ধারণা-ই ভ্রান্ত।এর পর ভালোবাসা পুরো দমে শুরু হয়ে গেল।

আমাদের দেশে আর সুইজারল্যান্ডে সময়ের অনেক তফাৎ আর কত টুকু তা আমি ক্রিনশট দিয়ে তাকে টাইম দেখাতাম। পর পর আমাদেরর এখানে প্রতিদিন সকাল ১০টায় সে আমাকে সুপ্রভাত জানাত।

আমি যখনি বলতাম আমি খুব মিস করছি তোমাকে দেখতে ইচ্ছা করছে, তখনি এত্তো গুলা ছবি তুলে পাঠাইত। দেখতাম
ভালোই লাগতো।

আমার ভার্সিটির রুমমেট বন্ধু এগুলা শুনে বিশ্বাস করতে পারছিলনা। পরে আমার মোবাইল নিয়ে বন্ধু নিজেও ছ্যাট করছিল এবং পিক ছেয়েছিল একই অবস্থা কত্তো গুলা পিক পাঠাইয়া দিল। বন্ধু তাকে দেখে (ওই বন্ধুদের যা অভ্যাস)  উপরে-নিছে গরম আর ঠাণ্ডা করত পারছিল না। আর আমাকে বলতেছে,"ডেম হট ম্যান, কেমনে কি!!"😁

এর পর তার থেকে নাম্বার নিয়ে হোয়াটসআপে এড করতে গেলাম আমি অনেক চেষ্টা করছি পারি না। অবশেষে দুই বন্ধু একত্রে চেষ্টা করলাম বরাবরের মতই ব্যর্থই হলাম।

কি করব!! পরে আমি নিজেই তাকে রিকুয়েস্ট করলাম, "দেখো আমার এখনে কি যেন সমস্যা হচ্ছে নাম্বার এড করতে পারছি না তুমি একটু করে নাও না প্লিজ?"

 তখন সে নিজেই আমার নাম্বার এড করল। কল-এও একটু-আকটু কথা বলতাম। যাই হোক ইংরেজী লিখা গেলেও ওরকুম তো আর বলা যায় না😁😃😃।

সব কিছুই খুব ঠিকঠাক ছলছিল। অনেক ভালবাসা ছিল কিন্তু একদিন কি নিয়ে আমি ওর সাথে অনেক রুড ব্যবহার করেছিলাম, বলছি আর কখনো কথা বলব না তোমার সাথে। বলছি আর রিলেশন নেই আমার সাথে পরে রাগ করে আমায় ব্লক দিয়ে দিল এবং😫 আমাদের সম্পর্ক শেষ।

সর্বশেষ কথা হলো আমার সুইজারল্যান্ড যাওয়া হলো না😰

Wednesday 10 April 2019

অবশেষে বুধবার ৯.৩০মিনিটে পৃথিবী ছেড়ে গেলেন নুসরাত


শত যন্ত্রণার পর গত বুধবার রাত ৯টা ৩০মিনিটে দুনিয়া ছেড়ে গেলে নুসরাত।

Thursday 4 April 2019

Top 10 Arising Digital Marketing Agencies in Bangladesh




Digital Marketing Agency



I am fascinated to see how digital areas are growing in our country and the neighboring countries, and I am impressed by the fact that Bangladesh has made some remarkable progress in the past few years. I previously wanted to create a list of some of the new arising digital marketing firms in Bangladesh and now I have made it. The new arising digital marketing companies are much stronger and more vibrant than in the past.



The chart below is made up of special information sequences.

#1. Imbdagency:

Currently, among the best arising established marketing companies in Bangladesh, they are an all-encompassing digital agency that develops the skills of web design, SEO, SMM, Video Editing, content solutions, online marketing, and web site development, through a high-quality creative campaign.

Their services: Web site design, Web site development, Web Analysis, Web Usability, VSMM, Online marketing, SMM,  Content Management System, Content solutions, Link Building, Social media marketing, and SEO, Facebook, Twitter, Tumbler, LinkedIn, Pay per click (PPC), etc.


Their position: Mirpur 13, Dhaka, Bangladesh.



#2. WinbijDigital:  

 Winbij Digital in Bangladesh is an information technology-based organization specialized in software, mobile applications, digital marketing, and security solutions. They are also ahead of time from the past digital companies.

eir services: Software, Mobile applications, Digital marketing, and Security solutions.


Their position: Gajipur, Dhaka, Bangladesh.



#3. linkedinhttps:

This is one of the main tasks of digital marketing enthusiast about the expansion of digital marketing and how it can positively affect the business in various industries.

They have the following skills:
• Search Engine Optimization (SEO): A lot of things including keyword research, on-page optimization, and link building.
• Search Engine Marketing (SEM): PPC ads, remarking and conversion tracking.


Their position: Dhaka, Bangladesh.




#4. Ad65

A creative digital marketing agency that is new to Bangladesh.
They are a friendly group that combines multiple affiliate experiences with various advertising, design, content creation, social word, and web application development, mobile development, e-commerce development, and search engine optimization. They are like the leaders of the digital marketing of Bangladesh and are not late in their handling of new technology.
They are services: various advertising, design, content creation, social word, and web application development, mobile development, e-commerce development, and search engine optimization.


Their position: Dhaka, Bangladesh.




#5. Tritiyo Limited

They think an online presence is very important for bringing the company to the next level. Online presence Digital marketing or online marketing means Tritiyo Limited, they apply their digital skills to consideration of your industry's well-being and provide a safe activity for success.

They have the following skills: Websites and SEO, content Blogs, Internet banner ads Online video content, Email marketing, Social media marketing (Facebook, Twitter, Tumbler, LinkedIn, etc, Mobile marketing (SMS, MMS, etc.), Pay-per-click (PPC) advertising.

Their position: Dhaka-1230, Bangladesh.



#6. Advance Code

They are very advanced web design and development companies such as Web Design and Development, Outsource Solutions, Offshore Outsourcing, Information Architecture, Creative Web Design, Web Analysis, Database Development, E-commerce Solution, as a web design and development company in Bangladesh. , Web hosting and domain registration.

They have the following skills: Web Design and Development, Creative Web Design, Web Analysis, Web Usability, Database Development, Web hosting, and domain registration.


Their position: Dhaka, Bangladesh.




#7. purplebo

They help the brand stand out in digital media, starting from every step of execution through various methods of digital marketing.
Branding and Designing Digital Marketing Video and Photography Web Design and Development.

Heir services: Branding and Designing Digital, Marketing Video and Photography Web Design, and Development.

Their position: Dhaka, Bangladesh.


They are an organization called Relief Technologies Bangladesh. Their goal is to be an outstanding digital marketing partner. They are an efficient and powerful team.

Their services: Training, Shopping Feeds, Shopping Feeds, Copywriting, Social Media Marketing, Web Design & Development.


Their position: Dhaka-1230, Bangladesh.




#9. zaman-it

One of the online digital marketing companies, they have achieved many rewards with their expertise. 

Their online services: Domain Registration, Shared Hosting, Dedicated Hosting, Mobile App, Logo Design, Home Internet, Static Website.


Address : Uttara, Dhaka-1230,  Bangladesh.




#10. Seoschoolbd:

They are a digital company in Bangladesh that focuses on online training courses like affiliate marketing, youtube, basic web design, SEO, freelancing workshop, freelancing workshop, advanced web design. If you get their services; You know the costs and benefits that you'll get using it.

Their online services Affiliate marketing, Youtube, Basic web design, Seo, Freelancing Workshop, Advanced web design.


Their location: Dhaka-1230, Bangladesh.


কোনো উল্টাপাল্টা কথা বলবা না কাদেরকে, বললেন প্রধানমন্ত্রী।

কোনো উল্টাপাল্টা কথা বলবা না, কাদেরকে প্রধানমন্ত্রী। নিউজ ডেস্ক: --------------------- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কাদের কে কেউ বা...

Popular Posts